ইতিহাস থেকে আরো প্রশ্ন

Show Important Question


61) কত শতাব্দীতে চেতা রাজবংশের কলিঙ্গ রাজ খারবেলার উথথান ঘটেছিল
A) খ্রীষ্টপূর্ব প্রথম শতাব্দীতে
B) প্রথম শতাব্দী খ্রীষ্টাব্দ
C) দ্বিতীয় শতাব্দী খ্রীষ্টাব্দ
D) এদের কোনটি নয়

62) প্রাচীনকালে নিম্নে উল্লেখিত কোন দ্রব্যটি ভারত থেকে রোমান সাম্রাজ্যে রপ্তানী করা হত না
A) সিল্ক
B) মশলা
C) মুক্তা
D) সোনা

63) 'Vikramanka' was the title of / ‘বিক্রমাঙ্ক’ কার উপাধি ছিল
A) Bimbisara/ বিম্বিসার
B) Bindusara/ বিন্দুসরা
C) Kanishka/ কনিষ্ক
D) Samudragupta/ সমুদ্রগুপ্ত

64) ভাস্করবর্মন কোথাকার রাজা ছিলেন
A) ইন্দ্রপ্রস্থ
B) কামরূপ
C) অযোধ্যা
D) এদের কোনটি নয়

65) নিম্নে উল্লেখিত কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি
A) কিরাতাজুনিয়ম : ভারাবী
B) দাসকুমারা চরিতম : দান্তিন
C) প্রিয়দর্শিকা : বানভট্ট
D) এদের কোনটি নয়

66) রাজা প্রসেনজিৎ প্রাচীন কোন রাজ্যের সঙ্গে যুক্ত ছিলেন
A) মগধ
B) কোশালা
C) সুরসেনা
D) এগুলির কোনটি নয়

67) কে ‘প্রিন্স অব পিলগ্রিমস্‌’ বা ‘শ্রেষ্ঠ তীর্থযাত্রী’ নামে পরিচিত ছিলেন
A) ফা-হিয়েন
B) ইবনবতুতা
C) হিউয়েন সাঙ
D) এদের কেউই নয়

68) ‘আজিবিক’ সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা কে ছিলেন ?
A) পুরানো কাশানো
B) মাখালী গোশালা
C) উপগুপ্ত
D) এদের কেউই নয়

69) ‘সঙ্গম সাহিত্য’ কোন ভাষার সঙ্গে যুক্ত
A) সংস্কৃত
B) পালি
C) তামিল
D) এদের কোনটি নয়

70) মৈত্রকা বংশের শাসকদের রাজধানী বল্লভীর বর্তমানে কোন অঞ্চলে উথথান ঘটেছিল
A) মহারাষ্ট্র
B) গুজরাট
C) মধ্যপ্রদেশ
D) এদের কোনটি নয়

71) নিম্নের কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি
A) বাদশাহনামা : আবদুল হামিদ লাহোরী
B) শাহজাহাননামা : শাহজাহান
C) মন্তাউব উল – তোয়ারিখ : বাদাউনি
D) কোনটিই নয়

72) নিম্নের কোন শক্তিটি ১৭৬১ খ্রীষ্টাব্দে তৃতীয় পানিপথের যুদ্ধে হেরে গিয়েছিল
A) মুঘল শক্তি
B) আফগান শক্তি
C) মারাঠা শক্তি
D) কেউই নয়

73) নিম্নের কোন রাজবংশ সর্বপ্রথম ভারতে রোমান রাজত্বের অনুকরণে সোনার মুদ্রা চালু করেন
A) মৌর্য
B) কুষাণ
C) গুপ্ত
D) কোনটিই নয়

74) Who built the famous Adina Mosque in Bengal ? / বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন?
A) Iliyas Shah/ ইলিয়াস শাহ
B) Sikandar Shah/ সিকান্দার শাহ
C) Azam Shah/ আজম শাহ
D) Hamza Shah/ হামজা শাহ

75) কোন রাজবংশের বিখ্যাত রাজার নাম জয়পাল?
A) পাল বংশ
B) সেন বংশ
C) মৌর্য বংশ
D) শাহী বংশ

76) Krishnadevaraya was the ruler of / কৃষ্ণদেব রায় কোন রাজ্যের শাসক ছিলেন?
A) Ujjain/ উজ্জয়িনী
B) Vijayanagar/ বিজয়নগর
C) Pallava/ পল্লব
D) Cholas/ চোল

77) Who among the following kings performed ‘Asvamedh Yajna’? / নিম্নলিখিত রাজাদের মধ্যে কে 'অশ্বমেধ যজ্ঞ' করেছিলেন?
A) Pulakesin I/ প্রথম পুলকেশি
B) Kirtivarman/ কীর্তিবর্মণ
C) Pulakesin II/ দ্বিতীয় পুলকেশি
D) Mangalesh/ মঙ্গলেশ

78) কোন রাজার রাজধানী ছিল কর্ণসুবর্ণ?
A) শশাঙ্ক
B) ধর্মপাল
C) লক্ষণ সেন
D) গণেশ

79) নিচের কোনটি হিন্দু ধর্মের বৈশিষ্ট্য নয়?
A) ঈশ্বরের প্রতি বিশ্বাস
B) আচার-অনুষ্ঠানের উপর জোর দেওয়া
C) অহিংসা নীতি
D) বেদের প্রতি শ্রদ্ধা

80) মাহমুদ গাওয়ান কোন সাম্রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন
A) সুলতানি
B) বাহমনি
C) মোগল
D) বিজয়নগর